ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা বাতিলে মালদ্বীপকে অনুরোধ করেছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা বাতিলে মালদ্বীপকে অনুরোধ করেছে বাংলাদেশ ...

ঢাকা: বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী নিয়োগে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান।

বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত করেন হাইকমিশনার। বৈঠককালে ভাইস প্রেসিডেন্ট কার্যালয়ের চীফ এক্সিকিউটিভ ও মিশনের প্রথম সচিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৩তম বার্ষিকী উপলক্ষ্যে এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্য সেবা খাতে উচ্চ শিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে হাইকমিশনার বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী নেওয়ার বিষয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।