ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে দুই কেজি গাঁজাসহ রুমি (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রী ছিল রুমি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেল স্টেশনের নামার সঙ্গে সঙ্গেই তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে দুই কেজি জব্দ করা হয়।
রুমির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায়। তার স্বামীর নাম জহিরুল।
বিমানবন্দর রেল-স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় রুমিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এ অভিযানে সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এজেডএস/এনএইচআর