সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে সোনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে খুন করেছেন তারই সৎ দেবর আব্দুল করিম (৪০)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফরফরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস ফেরত আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, তোরাব আলী ও তার সৎ ভাই করিমের মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ির জায়গা ও জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। প্রবাস থেকে ফেরার পর করিম ও তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় বড় ভাইয়ের পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ ছিল। এর আগেও হামলার ঘটনা ঘটিয়েছে। কিন্তু বৃহস্পতিবার ঝগড়া বাধলে ছোরা দিয়ে ঘাড়ের পেছনে আঘাত করলে সোনারা বেগম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ দস্তগীর বাংলানিউজকে খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা ভাগাভাগি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাবি সোনারা বেগমকে ছুরিকাঘাত করে খুন করেন করিম। এ ঘটনায় করিম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, করিম বিদেশ থেকে আাসার সময় স্টিলের একটি ছোরা নিয়ে আসেন। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সে এবং তার স্ত্রী বড় ভাই তোরাব আলী ও তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে সোনারা বেগমের ঘাড়ের পেছনে ছোরা দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর পরই পুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনইউ/আরবি