রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মো. নাসির শেখ (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাংশা থানা পুলিশ পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে।
সে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেজপাড়া গ্রামের মোঃ ওমর আলী শেখের ছেলে। তবে মৃত্যুর কারণ অজানা।
মৃত নাসিরের পিতা ওমর আলী শেখ বলেন, গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার সময় পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে নিখোঁজ হন। পর দিন সকাল ১০টার দিকে বিষয়টি থানায় জানালে পুলিশ ও স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নাই। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনটি