নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশু আব্দুল্লাহকে তার বড় বোন বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যায়। এ সময় হঠাৎ আব্দুল্লাহ পানিতে ডুবে যায়। এরপর বড় বোন বাড়িতে এসে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এমআরএ