বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী হাওলাদার (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যুতের সংযোগ বন্ধ না করে খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ করেই রাব্বী হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে তারে ঝুলতে দেখে স্থানীয়রা উদ্ধারের করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এমএস/এনএইচআর