ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায়  আটক ৪ 

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি স্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস মোল্ল্যা (৬৫), একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৫), জালাল উদ্দীন (৩২) ও আটুলিয়া গ্রামের আব্দুল মাজেদ গাজী।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় ঢুকে মাছ শিকারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বন আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।