মাগুরা: মাগুরায় ট্রাকের ধাক্কায় কাশেম মণ্ডল (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মেঝ ভাই সাবেহ আলী মণ্ডল জানান, তার ছোট ভাই পেশায় একজন রডমিন্ত্রী। তিনি সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে পুলিশ লাইন্স এলাকায় একটি দোকানে রড কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাধ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বাংলানিউজকে বলেন, টেক্সটাইল মিল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। তবে, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এএটি