ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সিলেট: সিলেট নগরের আম্বরখানা ঘূর্ণি আবাসিক এলাকায় নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিরুল হক চৌধুরী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

শাহিরুল ওই এলাকার মাহমুদ চৌধুরীর ছেলে। সে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন  শাহিরুল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এনইউ/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।