ঢাকা: রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মইফুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যুবক মো. মিলন জানান, বিকেলে ছেলে ফরিদের বাসা থেকে নিজের বাসায় ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন মইফুল বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ওই বৃদ্ধাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মো. শামসুল পনির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে পথচারীরা। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এজেডএস/এসআরএস