লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি ঝোপ থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চোরা, একটি দাসহ বিভিন্ন সারঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের শাহজাহানে ছেলে মো. শাহীন (২৫), চরলরেঞ্চ এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সোহেল (৩৪) ও মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারগাঁও গ্রামের আমানত উল্যার ছেলে মো. আরিফ হোসেন (২৮)।
পুলিশ জানায়, ১০-১৫ জন দুর্বৃত্ত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে ভবানীগঞ্জ ইউপি কার্যালয় সংলগ্ন একটি ঝোপে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তিন ডাকাত সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০২১
এমএমজেড