রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলার ক্যাংগালছড়ি এলাকায় ট্রাকের চাপায় ছলা প্রু মারমা (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক আরোহী।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান।
নিহত ছলা প্রু মারমা খাগড়াছড়ির গুইমারা থানার চাইলা প্রু মারমার ছেলে। আহত ব্যক্তি বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি বলেন, শুক্রবার দিনগত মধ্যরাতে ছলা প্রু মারমা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা থেকে মোটরসাইকেলে করে রাঙামাটি আসছিলেন। পথে নানিয়ারচর উপজেলার খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের উচ্চ ক্যাংগালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আহত হয় অপর এক আরোহী। এসময় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় নিহত ছলা প্রু মারমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নানিয়ারচর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
আরএ