ঢাকা: যাত্রা শুরু করলো জনসংযোগ সংস্থা ‘টিম জায়ান ৩৯০’। সম্প্রতি ফেসবুকে ‘টিম জায়ান ৩৯০’ নামে একটি পেজ চালুর মধ্যদিয়ে এগিয়ে চলা শুরু করেছে এই সংস্থাটি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি সংস্থাটির যাত্রা শুরু হয়।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি, সাক্ষাৎকার, ফিচার, মতামত, প্রতিবেদন তৈরি ও প্রকাশে সব প্রকার কারিগরি সেবা পাবেন সেবাগ্রহীতারা।
এসব সেবার পাশাপাশি সাংবাদিক সম্মেলন, গণমাধ্যম সংক্রান্ত আলোচনাসভা, সেমিনার আয়োজনের প্রয়োজনীয় সেবাও দিবে নতুন শুরু করা এই প্রতিষ্ঠান।
আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে বাংলা ক্যাট, নাভানা গ্রুপ, বার্গার কিং, গ্লোরিয়া জিন্স কফিস, সাবারো বাংলাদেশ, ই-যোগাযোগ, পিকওর্য়াডের মত জনপ্রিয় প্রতিষ্ঠানকে জনসংযোগের সেবা দিয়েছে এই সংস্থা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসএমএকে/এমআরএ