গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন ৬৩টি বিয়ে সম্পূর্ণ হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা যোহাইরুল হাসান এসব বিয়ে পড়ান।
তাবলীগ জামাতের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।
তিনি জানান, টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। পরে ইজতেমা ময়দানে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। এ সময় নবদম্পতিদের জন্য দোয়া করা হয়। বিয়ে পড়ানোর সময় এসব দম্পতিদের আত্মীয়-স্বজন এবং পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
আরএস/জেএইচ