সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে কাজ করছে জাতীয় বেতন কমিশন। ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত নিতে কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী/ ব্যক্তি/ প্রতিষ্ঠান/ সমিতি ওই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।
অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।
এমআইএইচ/এমজেএফ