ঢাকা: স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মদিনে পাবনার সুজানগর পৌরসভা ও উপজেলা পরিষদের উদ্যোগে তাঁর নামে পৌর এলাকার একটি সড়কের নামকরণ এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন।
পরে সুজানগর উপজেলা মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েছে।
উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগরের পৌর মেয়র রেজাউল করিম রেজাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতারা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
কেএআর