সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার বৈশ্বিক করোন মহামারি পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবাহ ও স্যানিটেশন ব্যবস্হা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আর একটি ঘরেও নিরাপদ পানি ও ল্যাট্রিনের অভাববোধ করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলকে উন্নয়নের জন্য কাজ করছি। আর কিছুদিন পর সব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার।
পরে দুপুর ১২টার দিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান রচিত আত্মজীবনী ‘স্মৃতিময় দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
আরএ