ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাপে চুরি, পেট্রোল পাম্পকে অর্ধলক্ষ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
মাপে চুরি, পেট্রোল পাম্পকে অর্ধলক্ষ টাকা জরিমানা

খুলনা: তেল পরিমাপে কারচুপি করায় খুলনায় একটি পেট্রোল পাম্পকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের পার্শ্ববর্তী মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

বাংলানিউজকে তিনি বলেন, দুটি ফিলিং স্টেশন তদারকি করা হয়, যার মধ্যে সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের মেসার্স গোলাম হোসেন পাম্পকে তেলের পরিমাপে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

তিনি আরও বলেন অভিযানকালে পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মি.লি ও পেট্রোলে ১৮০মি.লি কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-৩, খুলনা ও  কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খুলনা প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।