ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে নীতিশ বড়ুয়ার নামে সড়ক উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
রামুতে নীতিশ বড়ুয়ার নামে সড়ক উদ্বোধন 

কক্সবাজার: রামু উপজেলা সাংবাদিক নীতিশ বড়ুয়ার নামে নামকরণ করা সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার (২৪ সেপ্টম্বর) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় এ সড়কের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

 

সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া রামুর সাংবাদিকতা ও রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। এছাড়াও সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া সবক্ষেত্রে তিনি নানাভাবে অবদান রেখে যাচ্ছেন। তিনি সবসময় নির্লোভ ও সাদা মনের মানুষ। মরে যাওয়ার পর কর্মের স্বীকৃতি দিলে তা ওই ব্যক্তি দেখেন না। তাই সৃষ্টিশীল কাজের স্বীকৃতি স্বরূপ নীতিশ বড়ুয়াকে জীবদ্দশায় কিছুটা হলেও সম্মানিত করার প্রয়াস হিসেবে সড়কটিকে ‘সাংবাদিক নীতিশ বড়ুয়া সড়ক’ হিসেবে নামকরণ করা হয়েছে।

বাবুল বড়ুয়ার সভাপতিত্বে ও শিক্ষক ফখরুদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামী লীগ নেতা আবছার কামাল সিকদার, আনছারুল আলম, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য আমিন উদ্দিন মনু, জোয়ারিয়ানালা ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

নির্মাণ কাজ উদ্বোধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান, উপ-সহকারি প্রকৌশলী আলাউদ্দিন খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাংবাদিক নীতিশ বড়ুয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, প্রবীন শিক্ষক ফজল করিম, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বখত বাবুল, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাংবাদিক সোয়েব সাঈদ, শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক আলহাজ্ব ফারুক আহমদ, সমাজসেবক আবু তাহের, জেবুল হাকিম ও রনজিত বড়ুয়া, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়- ১৭০৭ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১,
এসবি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।