মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলার জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। এসময় তাদের থেকে ৭০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৪সেপ্টেম্বর) দিবাগত রাতে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা বামন্দী উপশহরের নিশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বামন্দী নিশিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে হাসিবুল ইসলাম শুভ (৩২), মনিরুল ইসলামের ছেলে রনি (২৪), মঈন উদ্দীনের ছেলে বশির আহাম্মেদ (৩৫), নায়েব আলীর ছেলে আব্দুল হালিম (২১), জিল্লুর রহমানের ছেলে কাদুল হোসেন (৩২), নসিব উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও মৃত খোকন আলীর ছেলে আকুল হোসেন (১৮)।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল খায়ের জানান, নিশিপুর ফরাজিপাড়ায় একদল যুবক জুয়ার আসরে বসে মাদক সেবন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া আটকদের সকালে গাংনী থানায় হস্তান্তর করা করা হয়েছে বলেও জানায় এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনএইচআর