চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাহিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
তাহিয়া উপজেলার নয় নম্বর গন্ধ্যর্বপুর (উত্তর) ইউনিয়নের পালিশারা মিজি বাড়ীর মো. ইসলামের মেয়ে।
ঘটনাটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক।
নিহত তাহিয়ার মা জেসমিন বেগম জানান, দুপুর থেকে তাহিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তাকে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এনএইচআর