ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নিকলীর হাওরে নিখোঁজ পর্যটক আলমগীরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
নিকলীর হাওরে নিখোঁজ পর্যটক আলমগীরের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আলমগীর মিয়া (২০) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

আলমগীর মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। তিনি ঢাকায় বসবাস করে পিকআপ ভ্যান চালাতেন।  

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হাওরের পানিতে ডুবে নিখোঁজ আলমগীর নামে একজনের মরদেহ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

প্রসঙ্গত, ঢাকা থেকে ৫৫-৬০ জনের দুইটি পর্যটক দল নিকলীর হাওর ঘুরতে আসে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলায় অন্যদের সঙ্গে আলমগীর ও রনি গোসল করতে নামেন। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে রনির মরদেহ উদ্ধার করে। এরপর উদ্ধার তৎপরতা অব্যাহত রেখে দুপুর দেড়টার দিকে একই এলাকা থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।

>>>নিকলীতে নিখোঁজ ২ পর্যটকের ১ জনের মরদেহ উদ্ধার
>>>নিকলীর হাওরে গোসল করতে নেমে ২ পর্যটক নিখোঁজ
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।