ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল বেলা ভাই বোন বাড়ির আঙিনায় খেলা করছিলো। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখে সন্তানরা নেই। এরপর বাড়ির আশপাশ ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখে একটি মরদেহ ভাসছে। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় যমজ দুই ভাইবোনের মরদেহ অবস্থায় উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি