লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পিত্তিফাটা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বাংলানিউজকে জানান, আব্দুল মালেক নিজ বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসে ছিলেন। এ সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ঘাতকদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এনটি