ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই বহুগুণ বেড়ে গিয়েছিল অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থদের জন্য প্রয়োজন হচ্ছিল অতিরিক্ত ক্লিনিক্যাল অক্সিজেনের।
চাহিদা অনেক বেড়ে যাওয়ায় পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে হিমশিম খাচ্ছিলেন অক্সিজেন সিলিন্ডার বিক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু ধীরে ধীরে করোনায় সংক্রমণ ও মৃত্যু হার কমে আসায় অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা অনেক কমেছে। ফলে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে কমেছে রিফিলের চাপ। কমেছে কর্মব্যস্ততাও।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোতে অবস্থিত এমনই এক প্রতিষ্ঠান থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।
১. নানাবিধ পরীক্ষা ও রিফিলের জন্য সারিবদ্ধভাবে রাখা অক্সিজেন সিলিন্ডারগুলো।
২. করোনাকালে এই অক্সিজেন সিলিন্ডারগুলোই অনেক মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হয়েছে।
৪. অক্সিজেন রিফিলের আগে সিলিন্ডার পরীক্ষার কাজ চলছে।
৫. সিলিন্ডারে অক্সিজেনের চাপ পরীক্ষা করা হচ্ছে।
৬. প্রতিষ্ঠানের এক কর্মী পরীক্ষা করে দেখছেন অক্সিজেনের মাত্রা।
৭.অক্সিজেন সিলিন্ডারে রঙ করছেন এক কর্মী।
৮. এখন থেকে দেশের বিভিন্ন হাসপাতালে পিকআপ ভ্যানে করে করে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এনটি