ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মোবাইলে ডিভোর্সের কথা বলায় ছেলেকে গলা কেটে হত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
মোবাইলে ডিভোর্সের কথা বলায় ছেলেকে গলা কেটে হত্যা!

লক্ষ্মীপুর: পারিবারিক কলহের জেরে নিজের সাড়ে তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড মা।  

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক মায়ের নাম সাবিনা ইয়াসমিন। তার ছেলের নাম আয়ানুর রহমান আয়ান। তিনি সৌদি প্রবাসী আজিমুর রহমানের স্ত্রী। তাদের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। চাঁদখালীতে তারা একটি ভাড়া বাড়িতে বাসবাস করতেন।

এ ঘটনায় পুলিশ রাত ২টার দিকে ঘাতক মাকে আটক করে এবং তার ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, গত ৪/৫ বছর থেকে প্রবাসী আজিমুর রহমানের বাবা হুমায়ুন কবির স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও নাতিকে নিয়ে চাঁদখালীর হাফিজ চেয়ারম্যান বাড়ির হারুন খাঁর ঘরে ভাড়া রয়েছেন। প্রবাসী আজিমুরের সঙ্গে তার স্ত্রী সাবিনার মনোমালিন্য চলছিল। ঘটনার কয়েকদিন আগে সাবিনা তার ছেলে আয়ানকে নিয়ে বোনের বাড়িতে যান। রোববার সন্ধ্যায় তিনি সন্তান নিয়ে ভাড়া বাড়িতে ফিরে আসেন। রাতে ঘুমের মধ্যে তিনি তার শিশুপুত্রকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন মোহাব্বত বাংলানিউজকে বলেন, ঘাতক নারী তার ছেলেকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমাতেন। অন্য ঘরে তার শ্বশুর-শাশুড়ি, দেবরসহ অন্য সদস্যরা থাকতেন। ছেলেকে ঘুমের মধ্যে হত্যার সময় আওয়াজ শুনে ওই কক্ষে গিয়ে শিশুটির মরদেহ এবং তার মাকে রক্তমাখা ধারালো বটিসহ দেখতে পায় ঘরের লোকজন। পরে ওই বাড়ির অন্য সদস্যরা ঘাতক মাকে আটক রেখে পুলিশকে খবর দেয়।

সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রক্তমাখা বটি জব্দ করে শিশুটির মা সাবিনা ইয়াসমিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার প্রবাসী স্বামী তাকে মোবাইল ডিভোর্স দেওয়ার কথা বলেছে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এ জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।