ঢাকা: মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা, ২৩৫ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৫৪৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার জব্দ করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা সেপ্টেম্বর ২৭, ২০২১
এসজেএ/কেএআর