মাগুরা: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ও বুনাগাতী সড়কের জুনারীর মোড়ে ট্রাকচাপায় শরীফা বেগম (৩০) ও তার সাত মাস বয়সী মেয়ে খাদিজা নিহত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলার জুনারীর মোড়ে আফজাল মোল্ল্যার বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে উপজেলা সদরের আড়পাড়া আসছিলেন। পথে জুনারী মোড়ে পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকসহ চালক মিজানুরকে আটক করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের করা হচ্ছে। ময়নাতদন্তর জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরএ