নাটোর: ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন থেকে ৩ ঘণ্টা ৩৪ মিনিট দেরিতে ছেড়ে গেছে। অপরদিকে এ ঘটনায় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও ছাড়তে দেরি হয়েছে ৩৫ মিনিট।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ টা ০৮ মিনিটে ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে পৌঁছার পর ২ নম্বর প্ল্যাটফর্ম লাইনে অবস্থানকালে ইঞ্জিলটি বিকল হয়ে পড়ে। তবে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ছাড়া অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
মাধনগর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. মোমিন আলী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকাল ৮টা ০৮ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশনে এসে পৌঁছায়। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং এ স্টেশন ছেড়ে গেলেও তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির ৬৪১১ নং ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এসময় চালকসহ সংশ্লিষ্টরা ইঞ্জিন সচল করার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিকভাবে সেখান থেকে ৬০১২ নম্বর ইঞ্জিন মাধনগর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা দেয়। এতে করে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এসে দাঁড়ায়। ট্রেনটি ১০টা ৩০ মিনিটে এসে পৌঁছায়।
অপরদিকে পাকশী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি মাধনগর রেলওয়ে স্টেশনে পৌঁছায় ১১টার দিকে। এতে করে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ৩৫ মিনিট দেরিতে ১১টা ০৫ মিনিটে ছেড়ে যায়। আর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাগানোর পর ১১টা ৪০ মিনিটে মাধনগর স্টেশন ত্যাগ করে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছাতে ৩ ঘণ্টা ৩৪ মিনিট দেরি হয়। তবে এই সময় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ছাড়া অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, যন্ত্রাংশ ত্রুটির কারণে ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অপর একটি ইঞ্জিন পাঠানো হয়। সেটি ট্রেনটিতে প্রতিস্থাপন করার পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরএ