ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে পায়ের পাতা বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে পায়ের পাতা বিচ্ছিন্ন জহির হাসান

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে জহির হাসান (৪০) নামে এক ব্যক্তির।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘটনাটি ঘটে।

জহির খুলনা সদর উপজেলার নিরালি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মিরপুরের মনিপুর এলাকায় পরিবারের সঙ্গ থাকেন।

জহির বাংলানিউজকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও রেললাইন এলাকার বাজার থেকে ডিম কিনে বাসায় ফেরার জন্য হেটেই রওনা দেই। এ সময় ট্রেন আসবে বলে রেলগেটের দু’ পাশ আটকে দেওয়া হয়। তবুও আমি রেললাইন পার হতে যাই। তখন কমলাপুর গামী ট্রেনটি কিছুটা দূরেই ছিল। এ সময় রেললাইন পার হতে গেলে আমার ডান পা লাইনের মধ্যে আটকে যায়। পরে ট্রেনে আমার পায়ের পাতা কাটা পড়ে।

জহিরের স্ত্রী রাবেয়া পারভীন বাংলানিউজকে বলেন, রাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে সকালে আমার স্বামীকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয়। তার পায়ের অপারেশনের জন্য ২ব্যাগ রক্ত জোগাড় করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার স্বামী জন্মগত ভাবেই অন্ধ। বাম চোখে কিছুই দেখতে পাননা তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেডএ/এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।