ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাবের অভিযানে তিন হাজার ৭৮ পিস ইয়াবাসহ মেহেদী হাসান (২৩) ও ফয়সাল মোল্লা (২১) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
এর আগে, রোববার (২৬ সেপ্টেম্বর) র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি মো. এনায়েত কবীর সোয়েব বাংলানিউজকে বলেন, আটকরা পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন যাবৎ কেরাণীগঞ্জ ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় নয় লাখ ২৩ হাজার চারশ’ টাকা।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেডএ