ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মায় মিললো ১৬ কেজির কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
পদ্মায় মিললো ১৬ কেজির কাতল পদ্মায় মিললো ১৬ কেজি ওজনের কাতল

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাগর হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকার পদ্মার মোহনায় মাছটি ধরা পড়ে।

পরে সাগর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। তারা প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনেন। পরে শাহজাহান মোবাইলে যোগাযোগ করে ময়মনসিংহ জেলায় কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বাংলানিউজকে বলেন, বড় সাইজের কাতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। মাঝে মাঝে দু-একটি পাওয়া য়ায়। পদ্মার কাতলার অনেক চাহিদা আছে। তাই পাওয়া মাত্র বিক্রি হয়ে যায়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বাংলানিউজকে বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।