ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, সেপ্টেম্বর ২৭, ২০২১
ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চানখারপুলে একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে তিনি নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত মাসুদ আল মাহদী অপুর সহপাঠী তপন কান্তি রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুর মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমাদের প্রিয় বন্ধু মাসুদ আল মাহদী অপু আর নেই। সে আত্মহত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।