নারায়ণগঞ্জ: দীর্ঘ দিন পালিয়ে থাকার পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোশারফ হোসেন মসুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
মোশারফ হোসেন সাদিপুর ইউনিয়নের পিংলা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে এবং দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম এস ইকবাল জানান, মোশারফ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসআইএস