ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
সোনারগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোশারফ হোসেন মসুকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠায় পুলিশ।

 

এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদিপুর ইউনিয়নের পিংলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন মসু সাদিপুর ইউনিয়নের পিংলা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে এবং দু’টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম এস ইকবাল জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতার আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।