ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরি খুঁজতে গিয়ে বাস চাপায় প্রাণ হারালেন যুবক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
চাকরি খুঁজতে গিয়ে বাস চাপায় প্রাণ হারালেন যুবক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় চাকরি খুঁজতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন বদিউজ্জামান (৩০) নামে এক যুবক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বদিউজ্জামান গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার আনসার আলীর ছেলে।  

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সানির হাসান খান জানান, চাকরি খুঁজতে সালনা এলাকায় যান বদিউজ্জামান। একপর্যায়ে ব্যাটারি চালিত রিকশা করে সালনা বাজার যাচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।