ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ভারতীয় চোরাই শাড়িসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
ফুলপুরে ভারতীয় চোরাই শাড়িসহ আটক ২ ভারতীয় চোরাই শাড়ীসহ আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চোরা চালানের ৬৫০পিস শাড়িসহ মো. আকরাম হোসেন (২২) ও সোহাগ মিয়া (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আটক আকরাম ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সোহাগ জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বওলা বাজার এলাকার কাজী অফিসের সামনে থেকে চোরা চালানের এসব শাড়ি জব্দ করা হয়। এ সময় দু’ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা শ্রমিক। পলাশ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা থেকে এসব ভারতীয় শাড়ি ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকায় নিয়ে যাওয়ার কন্টাক্ট করে।

তিনি আরও বলেন, এ সময় ভারতীয় শাড়ি বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটকদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।