ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মায়ের কোল থেকে ছিটকে গাড়িচাপায় মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
মায়ের কোল থেকে ছিটকে গাড়িচাপায় মৃত্যু!

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর নাম মো. মুজাহিদুল ইসলাম (৫)। সে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সীডস্টোর চৌরাস্তা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যত্ন প্রকল্পের টাকা তুলতে মা পারভীন আক্তারের কোলে বসে ইজিবাইকে যাচ্ছিল শিশু মুজাহিদ। ইজিবাইকটি স্থানীয় সীডস্টোর চৌরাস্তা বাজারে পৌঁছালে হঠাৎ রাস্তায় ছিটকে পড়ে যায় মুজাহিদ।  

এ সময় গাড়ি চাপায় সে গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।     

ওসি বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে ইজিবাইক চালক রায়পাশা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে ইয়াসিনকে (১৮) আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।