ঢাকা: রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়া পাঠাও চালক শওকত আলী ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। রাইড শেয়ারিংয়ের আগে তিনি টাইলসের ব্যবসা করতেন।
বর্তমানে কেরানীগঞ্জের একটি বাসায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকেন শওকত।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ওই ঘটনার পরপরই পাঠাও চালক শওকতকে থানায় নিয়ে আসা হয়। পরে তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আগে টাইলসের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসানের কারণে গত কয়েক মাস আগে তিনি রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালানো শুরু করেন। এটা দিয়েই তার সংসার চলতো।
তিনি জানান, শওকত ঋণগ্রস্ত ছিলেন। সকালে বাড্ডা লিংরোড এলাকায় কর্তব্যরত সার্জেন্ট যখন তার কাগজপত্র দেখতে চাচ্ছিলেন তখন শওকত নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এর আগেও মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তিনি মামলা খেয়েছেন। বিভিন্ন সমস্যা ও ঋণগ্রস্ত হয়ে নিজের প্রতি ক্ষোভের কারণে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে শওকত আমাদের জানিয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি বাড্ডা থানায় রয়েছে। পরে দুপুরের দিকে শওকত থানা থেকে বেরিয়ে যান বলেও জানান ওসি আবুল কালাম আজাদ।
আরও পড়ুন>>
>> পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে বাইকে আগুন দিলেন পাঠাও চালক
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এজেডএস/আরআইএস