ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দর্শনার্থী বেড়েছে চিড়িয়াখানায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
দর্শনার্থী বেড়েছে চিড়িয়াখানায়

ঢাকা: দেশে করোনার সংক্রমণ কমতে থাকায় বিনোদন কেন্দ্র মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় বেড়েছে দর্শনার্থীদের। চিড়িয়াখানা খোলার একমাস পর এমনটাই বলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিড়িয়াখানায় প্রতিদিন দর্শণার্থী আসছেন প্রায় ১০ হাজার। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসেছিলেন প্রায় ২৫ হাজার দর্শনার্থী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

এদিন মোহাম্মদপুর থেকে স্বামী ও আড়াই বছরের শিশু সামিনকে সঙ্গে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় এসেছেন সুমি সুলতানা। বাংলানিউজকে তিনি বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরনের বিনোদন কেন্দ্র। অনেকদিন ঘরবন্দী ছিলাম। বহুদিন পর আজ (সোমবার) বাসা থেকে বের হলাম স্বামী-সন্তানকে নিয়ে। তাই ঘুরতে চলে এলাম চিড়িয়াখানায়।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুরতে এসেছিলেন জাতীয় চিড়িয়াখানায়। বন্ধু-বান্ধবীরা মিলে চিড়িয়াখানার বিভিন্ন পশু-পাখি ঘুরে ঘুরে দেখেছেন, তুলেছেন ছবি। জাতীয় চিড়িয়াখানা ঘুরতে আসা এমনই এক শিক্ষার্থী সুমন পাটোয়ারী বলেন, অনেকদিন বন্ধু-বান্ধবীরা মিলে কোথাও ঘুরতে যেতে পারিনি করোনা পরিস্থিতির কারণে।

তিনি আরও বলেন, আজ (সোমবার) বন্ধুরা মিলে ঘুরতে এসেছি জাতীয় চিড়িয়াখানায়। পশুপাখিগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভালই লাগলো। বন্ধুরা মিলে ছবি তুললাম, অনেক আনন্দ করলাম। একটা ভালো সময় অনেকদিন পরে পার করলাম।

পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়ার একমাস পরে দর্শনার্থীরা ভালই আসছেন। আল্লাহর রহমতে আগের যে কোনো সময়ের চাইতে আমার চিড়িয়াখানায় দর্শনার্থী বেশি আসছেন। কারণ দীর্ঘদিন বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ও করোনায় মানুষজন ঘরবন্দি ছিল। ভ্যাকসিনেশন ও করোনা সংক্রমণ কমে আসায় বিনোদনের জায়গা খুঁজছে মানুষ।

তিনি বলেন, সবচাইতে বড়, আস্থাভাজন ও সুশৃঙ্খল বিনোদন কেন্দ্র বলতে বুঝায় জাতীয় চিড়িয়াখানা। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এখানে প্রায় ২৫ হাজার দর্শনার্থী এসেছেন। এছাড়া আবহাওয়া ভালো থাকলে চিড়িয়াখানায় প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থী আসছেন।

তিনি আরও বলেন, রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।