গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইসলামপুর এলাকায় পানি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ছেলে নবজাতকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২-৩ দিন।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে ইসলামপুর এলাকায় বন্যার পানিতে ওই নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১।
আরএস/জেডএ