হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০০৪ সালে তিনি যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তিন আসামি জাল জামিনে বের হন।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকার এ সময়ে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম জানান, ১৭ বছর আগে মাগুরা থেকে একটি জামিনের কপি ডাকযোগে যশোর কারাগারে গিয়েছিল। তবে কাগজটি নকল ছিল। তা না বুঝে আসামিদের মুক্তি দেওয়ার ১৭ বছর পর জেল সুপার জাকের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে সময় ওই কারাগারে কর্মরত বাকি দুই কর্মকর্তা এরই মধ্যে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসআই