ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় শিরিন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী ওয়াসিম। এ ঘটনার পর রিকশাচালক ওয়াসিমকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কদমতলী থানার নতুন শ্যামপুর ১৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ওয়াসিম তার স্ত্রী শিরিনকে কুপিয়ে জখম করেন। তখন স্থানীয়রা দ্রুত শিরিনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ওয়াসিমকে পুলিশ আটক করেছে।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এজেডএস/এনটি