ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণ থেকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণ থেকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে নোমান হোসেন দুলাল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের আঘাতে আহত দুলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।

জেলা জজ আদালতে একটি মামলা সংক্রান্ত বিষয়ে আসলে সোমবার (২৭ সেপ্টেম্বর) তিনি এ ঘটনার শিকার হন। ঘটনার পর আদালত চত্ত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলায় (মামলা নম্বর-১১৯/১৩) পারিবারিক বিরোধ নিষ্পত্তির তারিখ ছিলো সোমবার। বিচারপ্রার্থী নোমান হোসেন দুলাল ও তার ভাই বেলায়েত হোসেন রিপন সকাল ১০টায় আদালতে প্রাঙ্গণে হাজির হন। আদালতের মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য পূর্ব নির্ধারিত আড়াই লাখ টাকা তাদের সঙ্গে ছিলো। এর মধ্যে দুলালের কাছে ছিল এক লাখ টাকা এবং তার ভাই রিপনের কাছে দেড় লাখ টাকা ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে দুলাল জেলা জজকোর্ট চত্বর এলাকার উত্তর পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতপরিচয় দুইজন লোক অতর্কিত হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা দুলালকে ছুরিকাঘাত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক দুলাল কিশোর মজুমদার বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ