জামালপুর: জামালপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার সদর উপজেলার ইটাইল পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের এরশাদ আলীর কন্যা ইশা মনি (৬) ও স্বপন মিয়ার কন্যা শাপলা খাতুন (৭)।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান বাংলানিউজকে জানান, দুই শিশু সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পর বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত দুইজন ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনটি