ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

১৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিস্তম্ভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
১৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিস্তম্ভ

সাভার (ঢাকা): বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সিএমপির ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে বিজয় চেতন নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলন শেষে সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপির ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে বিজয় চেতন নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। সেই সঙ্গে মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।  

এসময় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন সেনাপ্রধান।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।