ঢাকা: মধ্যপ্রাচ্যে পাচার হওয়া এক নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পল্টন ও রমনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—ইফতি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রুবেল, আল-জাহাঙ্গীর এস্টাবলিশমেন্টের ব্যবস্থাপক মুবারক এবং তাদের সহযোগী আক্কাস ও তাহের।
র্যাব জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যরা বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের একটি দেশে পাচারের শিকার এক নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গ্রেফতার আক্কাস বেপারী ভিকটিমের স্বামীর পূর্ব পরিচিত। তিনি পাচারের শিকার নারীকে মধ্যপ্রাচ্যে ২৫ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোবারক ও তাহেরের কাছে নিয়ে যান। তারা ইফতি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রুবেলের সহযোগিতায় রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে ভিকটিমকে চলতি বছরের জুন মাসে মধ্যপ্রাচ্যে পাঠান। ভিকটিম বিদেশে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে স্বামীকে বিষয়টি অবহিত করেন।
ভিকটিমের স্বামীর মাধ্যমে পাচারে জড়িতরা নির্যাতনের বিষয়টি জানতে পারলেও সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেননি। এরপর ভিকটিমের স্বামী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ভুক্তভোগী নারীকে উদ্ধারের জন্য অভিযোগ করেন। তবে অভিযোগ প্রত্যাহার করার জন্য পাচারকারীরা ভিকটিমের পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং পাচারের শিকার নারীকে দেশে ফিরিয়ে আনার খরচ বাবদ চার লাখ টাকা দাবি করেন।
এ অবস্থায় ভিকটিমের স্বামী নিরুপায় হয়ে র্যাবের কাছে গত সপ্তাহে অভিযোগ করেন ও পাচারে জড়িতদের নামে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওই চার জনকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
পিএম/এমজেএফ