ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
মেহেরপুরে কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এআরবি কলেজের প্রভাষক আলমগীম হোসেন মিন্টুর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে গাঁড়াডোব-আমঝুপি সড়কে এ হামলার ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় মিন্টুকে ঢাকায় আনা হয়। মিন্টু মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আবু হানিফের ছেলে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রভাষক আলমগীর হোসেন মিন্টুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে মিন্টু ও খোকসা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের মিন্টু ও খোকসা গ্রামে যাচ্ছিলো। তারা আমঝুপি সড়কে পৌঁছালে দবির উদ্দিনের ছেলে সাইদুল, সাইদুলের ছেলে রিপন ও লিটনসহ ছয় জনের একদল যুবক তার ওপরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের রক্ষা করতে গেলে তার ওপরেও হামলা করা হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।