ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার তিতাসে ডোবা থেকে মো. কামরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বললামপুর নয়াবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কামরুল উত্তর বলরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার রাতে কামরুল নয়াবাড়ি এলাকায় আল আমিনের দোকানে যায়। অনেক রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে তার মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়র পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিতাস থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবার সূত্রে জানা গেছে তার মৃগী রোগের সমস্যা আছে। মৃত্যুর আসল কারণ জানতে কামরুলের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮,২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।