টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে সিগনাল ক্যাবল কেটে যাওয়ায় লাইনের সিগনাল অকেজো হয়ে পড়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় রেললাইনে এক ঠিকাদার বেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করার সময় ক্যাবলটি কেটে যায়।
স্টেশন সূত্র জানায়, এক ঠিকাদারি প্রতিষ্ঠান রেল স্টেশনের প্লাটফর্ম বর্ধিতকরণের কাজ করছিল। এ সময় বেকু মেশিন দিয়ে মাটি খননের সময় আটটি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে যায়। এতে ২ নম্বর লেনের সিগনাল ফেল করেছে। এ কারণে সিগনাল কোনো কাজ করছে না।
সিগনালের খালাসি জহুরুল হক বাংলানিউজকে জানান, ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সব ট্রেন হুমকির মুখে পড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আসলে ক্যাবলটি মেরামত করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ